যবিপ্রবিতে নওগাঁ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী ও আরমান
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন | শিক্ষা
যবিপ্রবি প্রতিনিধিঃ
নওগাঁ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( যবিপ্রবি) আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আরমান। আগামী এক বছরের জন্য উক্ত কমিটি দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সমিতির উপদেষ্টামন্ডলী দ্বারা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সারোয়ার মোর্শেদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির রেজা, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জনি ও সদস্য শাহজাহান সিরাজ।
এছাড়াও কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন, যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শারমিন বানু, জীন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিফাত রাহী ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ আবু সাইদ।

